
কুসুম কুসুম ও গিরগিটি
- 24 Jan, 21
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts: Kolkata
- কুসুম কুসুম ~গিরিশ কারনাড অনুপ্রাণিত, উজ্জ্বল চট্টোপাধ্যায় এর নাটক
- এই লেখাটির পিছনে আছে একটি দেবী মহিমার লৌকিক বয়ান।বিশ্বাস ও বাস্তবের দ্বন্দ্ব।শরীর ও মনের যোগ ও অযোগ।
- এক পার্বত্য মন্দিরে দেবী অভয়ার সেবক অভয়।রাজা এই মন্দিরে আগত অর্ঘ্য নিয়ে যান রাজকোষে।দেবীর মহিমা তাই সদা জাগ্রত থাকা দরকার।অভয় দেবীকে সাজায় তার নিজের হাতে গাঁথা ফুলমাল্যে।সে মালা অনন্য সুন্দর।দেবীর কেশদাম অব্দি কুসুমে শোভিত।
- রাজা বলে দেবীর জীবন নাই।দেবী পাষান।সেবক আচম্বিতে বলে দেয় যে দেবী জীবন্ত।প্রমান দিতে বলে রাজা।প্রমান না হলে মরণ ।অভয়ের স্ত্রী বহ্নি সন্তানহীনা।সে সইতে পারে না ধুপ ধুনো ফুলের গন্ধ।অভয় নিয়মিত যায় কুসুমের ঘর যে এক স্বৈরিনী।কুসুম প্রকৃত পক্ষে বানায় ওই মালা যা নিজের বলে প্রচার করে অভয়।বহ্নি যখন জানে রাজার সঙ্গে তার স্বামীর প্রতিযোগিতা র কথা সে বলে অন্তিম নিশ্চিত।কুসুম হাসে।সে বলে দেবী জীবন্ত।এই হাসি তো আগে শুনেছে অভয়।কোথায় শুনেছে?
মৃত্যূ ধ্রুব জেনে অভয় দেবীর সঙ্গে কথা বলে আকুতি জানায় একবার জেগে ওঠার জন্যে।দেবী নিশ্চুপ। - প্রমানের রাত।পূর্ণিমা।রাজা ও অভয় মন্দির গৃহে।বাহিরে জনতা।রাজা দেবীর হাত কেটে দেখাতে বলে রক্ত ঝরে কি না। অন্তরালে কেউ হাসে ।রাজা বলে ইন্দ্রজাল।দেবীর চুল ধরে টেনে দেখে রাজা।ঝর ঝর রক্ত।এ কি?এক মানবী এসে বসেছে দেবীর আসনে যাতে অভয় প্রমান দিতে পারে দেবী আছেন?রাজা এই মিথ্যায় আরো খুশি।সে ভাবে প্রতি পূর্ণিমায় একটি নারী কিনে দেবী সাজিয়ে রক্ত বহাবে ও রাজ কোষ ভরবে ভক্তের দর্শনী পেয়ে।
সন্তান কামনায় অস্থির অভয় দেখে এই দেবী সাজা নারী আসলে সন্তান সম্ভাবিতা কুসুম।সে রাজা কে হত্যা করে। - জন্ম নেয় মৃত মায়ের অপরিণত কন্যা সন্তান।কুসুম তার অভয় কে বাঁচাতে চেয়েছে,নিয়েছে গর্ভে জন্মের বীজ।দেবীর মালা সেই গেঁথেছে। এক
নশ্বর নারী দেবী র জীবন প্রতিষ্ঠা করে ।দেবী মানুষের তৈরি প্রাণ।শিশু কোলে মন্দির সোপানে দাঁড়িয়ে অভয়।প্রাণ শুধু।এই সত্য।
একক সংলাপ এ গাঁথা এই কাহিনী।অভয় এর কথা।হতাশা লোভ প্রেম অপ্রেম দেবীত্ব শরীর–অনেক বিন্দু দিয়ে আঁকা এই রেখা।কুসুম কুসুম।
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹300
Stock:: 20 seats
-
Gold @ ₹200
Stock:: 27 seats
-
General @ ₹100
Stock:: 16 seats
Premium₹300
Gold₹200
General₹100
RELATED EVENTS

কুসুম কুসুম ও গিরগিটি
- 24 Jan, 21
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata