
6th August 1945
- 23 Aug, 25
- 06:30 PM - 08:30 PM
- Dum Dum Auro Town Hall: Kolkata
- “6th August 1945” নাটকটি বাদল সরকারের কালজয়ী নাটক ‘ত্রিংশ শতাব্দী’ অবলম্বনে নির্মিত। নাটকটির নির্মাণকাঠামো গঠিত হয়েছে একটি থিয়েটার দলের মহড়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে, যেখানে নাট্যচর্চার ভেতর দিয়েই হঠাৎ করে থিয়েটার করার যন্ত্রণা ও পারমাণবিক বিস্ফোরণের যন্ত্রণার মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়।
- একটি নাটকের দল, বহুবার ব্যর্থতার সম্মুখীন হওয়ার পর, আবারও সাহস করে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চস্থ করার উদ্যোগ নেয়। শুরুতে দলের অধিকাংশ সদস্য নাটকটির গভীরতা ও তাৎপর্য অনুধাবন করতে পারে না। শুধু পরিচালক অনিরুদ্ধর দৃঢ় সংকল্প ও অটল বিশ্বাস এই প্রয়াসকে সামনে এগিয়ে নিয়ে যায়। ধীরে ধীরে অন্যান্য সদস্যদের চেতনাতেও উদ্ভাসিত হয় ইতিহাস, বিজ্ঞান, যুদ্ধ, অপরাধবোধ এবং আত্মজিজ্ঞাসার গভীর তাৎপর্য।
- তবে পথ এত সহজ নয়—আর্থিক সংকট, মঞ্চ পাওয়ার সমস্যা, সদস্যদের অনুপস্থিতি সবই হয়ে ওঠে নাটক মঞ্চস্থ করার পথে বড় বাধা। তবু প্রশ্ন থেকেই যায়—সবকিছু অতিক্রম করে আদৌ কি প্রস্তুত হবে সেই ‘ত্রিংশ শতাব্দী’?
- এই নাটক কেবলমাত্র অতীত পুনর্গঠনের প্রচেষ্টা নয়—এ এক তীব্র সতর্কবার্তা। দর্শককে বারবার প্রশ্ন করতে বাধ্য করে: “কে দায়ী? বিজ্ঞানী? সৈনিক? নাকি রাষ্ট্র?”। যুদ্ধ, সিদ্ধান্তগ্রহণের নৈতিকতা এবং সভ্যতার আত্মবিচারের মধ্যে দিয়ে নাটকটি আজকের দর্শককে ইতিহাসের ছায়ায় দাঁড় করিয়ে ভবিষ্যতের মানবতার পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করে।
Available Ticket : 86 |
Premium @ ₹100 23 August, 2025 |
₹100 | |
Available Ticket : 94 |
General @ ₹50 23 August, 2025 |
₹50 |