চিত্রাঙ্গদা
- 24 Nov, 25
- 06:30 PM - 08:30 PM
- Oikatan Mancha: Naihati
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রাঙ্গদা মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা-কে কেন্দ্র করে রচিত নৃত্যনাট্য। মনিপুর রাজ বর পাওয়ার পরেও যখন কন্যা সন্তানে লাভ করেন তখন তিনি চিত্রাঙ্গদাকে ছোটবেলা থেকেই পুত্র সন্তানের মতই পালন করেন এবং পরবর্তীতে তিনি রাজ্যের রক্ষক ও যোদ্ধা হিসেবে গড়ে ওঠেন। ফলে তিনি রূপের চেয়ে শক্তি ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ।
- একদিন নির্বাসনের পথে অর্জুন মণিপুরে এসে পৌঁছান। চিত্রাঙ্গদা তার সখাদের সাথে শিকারে যাওয়ার পথে অর্জুনের সাথে সাক্ষাৎ হয় এবং প্রথমে না বুঝলেও পরে তার আসল পরিচয় পেয়ে তার প্রেমে পড়েন। কিন্তু তখন ব্রহ্মচার্য-নিয়মে আবদ্ধ অর্জুন তাঁকে লক্ষ্য করেন না। চিত্রাঙ্গদা মনে করেন, তাঁর রূপ-লাবণ্য কম বলেই অর্জুন তাকে গ্রহণ করছেন না। তাই তিনি কামদেবের কাছে প্রার্থনা করেন এবং দেবতার বর পেয়ে অসাধারণ মোহময় সুন্দরী রূপে রূপান্তরিত হন।
- এই রূপে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন, কিন্তু সেই প্রেম ছিল শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের উপর ভিত্তি করে। পরে, রাজ্যে বিপদ নেমে এলে গ্রামবাসীরা তাদের রক্ষক মণিপুরের রাজকন্যার জন্যে খোঁজ করতে করতে অর্জুনের সামনা সামনি আসেন, অর্জুন তখন তাদের রক্ষকের কথা জানতে চাওয়ায় গ্রামবাসীদের কাছেই এই যোদ্ধা নারীর কথা জানতে পারেন এবং তাকে দেখার জন্যে উদগ্রীব হয়ে ওঠেন। উদগ্রীব অর্জুন যখন সেই যোদ্ধা নারীর প্রতি ব্যাকুল তখন চিত্রাঙ্গাদা উপলব্ধি করেন এবং মদনের কাছে আবারও নিজের পুরোনো রূপ ফিরে পাওয়ার জন্য আহ্বান জানান। কাম দেব চিত্রাঙ্গাদার মনো কামনা পূর্ণ করে তাকে তার নিজের রূপ ফিরিয়ে দেন।
- শেষে চিত্রাঙ্গদা অর্জুনের সামনে নিজের প্রকৃত রূপ প্রকাশ করেন—সাহসী, দৃঢ়, আত্মবিশ্বাসী নারী হিসেবে। অর্জুন বুঝতে পারেন চিত্রাঙ্গদার সত্য মূল্য এবং তাকে সমান মর্যাদায় গ্রহণ করেন।
Chitrangada Casts :
- Kurupa – Aditi Roy
Surupa – Mitali Saha
Arjun – Niladri Mukherjee
Madan – Sujit Sen - Chorus – Nelakshi Biswas, Sudip Sarkar, Soumili Biswas, Koyena Deb, Rupsha Chakraborty, Nayanika Pal, Suchana Bera, Rishi Mondal
- Direction – Nelakshi Biswas & Sudip Sarkar
Chief advisor – Sumita Bhattacharjee
![]()
|
Available Ticket : 42 |
Premium @ ₹200 24 November, 2025 |
{Row~A to D} | ₹200 |
|
Available Ticket : 71 |
General @ ₹100 24 November, 2025 |
₹100 |
