গৌরমোহ
- 30 Nov, 25
- 10:30 AM - 12:30 PM
- Madhusudan Mancha: Kolkata
- হিন্দু কোনো দল নয়, হিন্দু একটা জাতি। হিন্দু হিতৈষী সভার নেতা গৌরমোহন ওরফে গোরা এই বাণীই প্রচার করেন তাঁর দলের মাধ্যমে। সেই দলে রয়েছে তাঁর আবাল্যের বন্ধু বিনয়ভূষণ। রয়েছে অবিনাশের মতো অনুগত শিষ্যও। যদিও কেবল হিন্দুভাবনার প্রচার নয়, গৌরমোহন স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ে জেল খাটতেও সে ভয় পায় না। কিন্তু দল তো একটা নয়, সেই কারণে হিন্দু হিতৈষী সভা ছাড়াও সমাজে রয়েছে আরেক সম্প্রদায়। সেই সম্প্রদায়ে যেমন রয়েছে পরেশবাবুর মতো প্রবীণ দীক্ষক, তেমনই আছেন হারানচন্দ্রের মতো কুশলী জননেতা। এমতাবস্থায় পরেশবাবুর কন্যা ললিতার সঙ্গে অনুরাগপাশে আবদ্ধ হয় বিনয়ভূষণ। সেই প্রণয়ে খুশি হয় না দুই সম্প্রদায়ের কেউই। বন্ধুত্বে চিড় ধরতে শুরু করে, সাম্প্রদায়িক টানাপড়েনও চলতে থাকে একইসঙ্গে। গোরা বিনয়কে বিশ্বাস করানোর চেষ্টা করে যে কোনোকিছুর জন্য ধর্মকে ত্যাগ করা চলে না। বিনয় তার বন্ধুকে বোঝাতে চায় মনুষ্যধর্মের কথা। কিন্তু কোথায় গিয়ে শেষ হবে এই টানাপোড়েন, গোরার মা আনন্দময়ীই বা বারবার কোন কথা বলতে গিয়ে নীরবতাকেই বেছে নেন? সেইসব প্রশ্নকে সঙ্গে করেই রবীন্দ্র-রচনা অবলম্বনে নটধার প্রযোজনা – নবরূপে, নবপর্যায়ে ‘গৌরমোহ’।
Venue: Madhusudan Mancha
-
Premium @ ₹300
Stock:: 234 seats
-
Gold @ ₹200
Stock:: 154 seats
-
General @ ₹100
Stock:: 104 seats
Premium₹300
Gold₹200
General₹100
