
সব ভালো যার
- 28 Oct, 25
- 06:30 PM - 09:00 PM
- Tapan Theatre: Kalighat
- নাটকটি শুরু হয় দেবতাদের আবির্ভাব দিয়ে। দেবতারা এসে চা-ওয়ালা কানাইকে এক রাতের জন্য থাকার আশ্রয় খুঁজে দিতে বলেন। তাঁরা ভালো মানুষদের খোঁজে পৃথিবীতে এসেছেন, যে ভালোমানুষ তাঁদের, অর্থাৎ দেবতাদের প্রদত্ত নীতি অনুসারে জীবনযাপন করে। কানাই জানায়, শহরে কেউ তাদের আশ্রয় দেবে না, কারও কাছে অন্যদের সাহায্য করার মতো সময় বা অর্থ নেই, একমাত্র দরিদ্র তরুণী পতিতা শিউলি ছাড়া। শিউলি ভগবানদের আশ্রয় দেয় এবং তার আতিথেয়তার জন্য পুরস্কৃত হয়। দেবতারা তাকে টাকা দেন, যা দিয়ে শিউলি একটি ক্যাফে খোলে। প্রথমে শিউলির উদারতায় দ্রুত তার ছোট্ট দোকানটি প্রায় একটি লঙ্গরখানায় পরিণত হয়। এখান থেকেই শিউলির ‘ভালোমানুষ’ হওয়ার পরীক্ষায় ব্যর্থ হওয়া শুরু হয়। কারণ সে নিজেই নিজের খুড়তুতো ভাই শক্তি সেজে শিউলির পক্ষে যে কাজগুলো করা সম্ভব নয়, তা করতে থাকে।
- শক্তির চরিত্রে অভিনয় করার জন্য শিউলি পুরুষের বেশ ধারণ করে এবং দ্রুত দোকানে শৃঙ্খলা ফিরিয়ে আনে। প্রথমে, শক্তি শুধু তখনই আবির্ভূত হয় যখন শিউলি বিপদে পড়ে। কিন্তু নাটক যত এগোয় শিউলির এই ‘শক্তি’ সত্ত্বা তাকে আরো বেশি করে গ্রাস করে। শিউলি যেখানে নরম, দয়ালু এবং দুর্বল, সেখানে শক্তি আবেগহীন, বাস্তববাদী, এমনকি চতুর। একসময় মনে হয়, যে পৃথিবীটা ঈশ্বর সৃষ্টি করেছেন, তা যেন শুধুমাত্র শক্তির পক্ষেই বসবাসযোগ্য, শিউলির নয়। কম সময়েই শক্তি ছোট্ট ক্যাফের মালিক থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। এমন সময় শিউলি একজন বেকার লোকো পাইলট সানির প্রেমে পড়ে। কিন্তু সানি শুধুমাত্র অর্থের জন্য শিউলিকে ব্যবহার করে। শিউলি গর্ভবতী হয়। অবশেষে সানি শক্তির ঘর থেকে শিউলির কান্না শুনতে পায়। সানি জানতে চায়, শিউলির কোথায়! কিন্তু শক্তি কোনো সদুত্তর দিতে পারে না। সবাই ভাবে শক্তি হয়তো শিউলিকে হত্যা করেছে। খুনের অভিযোগে শক্তিকে আদালতে তোলা হয়। তার বিচারের সময়ে, দেবতারা বিচারকদের পোশাক পরে আবির্ভূত হন। শহরবাসীদের অনুপস্থিতিতে শক্তি দেবতাদের কাছে নিজেকে প্রকাশ করে। জানা যায়, শক্তিই আসলে শিউলি। শিউলি বোঝায়, এই পৃথিবীতে শিউলির মতো মানুষদের টিকে থাকা কতটা কঠিন। দেবতারা কোনো সমাধান না দিয়েই চলে যান। তবু মানুষকে আশা নিয়েই বাঁচতে হয়। একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন পৃথিবী সব ভালোমানুষের বসবাসযোগ্য হয়ে উঠবে।
Venue: Tapan Theatre
-
Premium @ ₹300
Stock:: 54 seats
-
Gold @ ₹200
Stock:: 54 seats
-
General @ ₹100
Stock:: 54 seats
Premium₹300
Gold₹200
General₹100
RELATED EVENTS

টিনের তলোয়ার
- 14 Nov, 25
- 06:30 PM - 08:50 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata