
ডাকঘর
- 22 May, 25
- 06:00 PM - 08:00 PM
- University Institute Hall: Kolkata
- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ডাকঘর’ একটি প্রতীকধর্মী নাটক, যেটি ১৯১২ সালে প্রকাশিত হয়। নাটকটি মূলত ছোট্ট ছেলে ‘অমলের’ কাহিনী ঘিরে গড়ে উঠেছে, যে অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বন্দী। তার বাইরে বেরোনোর স্বাধীনতা নেই, কিন্তু তার মন উড়ে বেড়ায় দূর দেশের স্বপ্নে। সে রাজার চিঠির অপেক্ষায় থাকে, আবার কখনো সে নিজেই ডাক ডাকহরকরা হতে চায়—এসবই তার কল্পনার জগৎ।
- আমরা নাটকের শেষে দেখতে পাই অমল ঘুমাচ্ছে, তার এই ঘুমকে রবীন্দ্রনাথ উপস্থাপন করেছেন এক চিরকালীন মুক্তি রূপে—যেন বন্দিদশা থেকে চির-স্বাধীনতার দিকে পাড়ি দেওয়া। নাটকটি মুক্তি, কল্পনা ও আত্মার স্বাধীনতার এক গম্ভীর ও গভীর প্রতীকী উপস্থাপনা। এই নাটক শুধু অমল কে নয়, বদলে দেয় প্রায় সবাইকে যারা এই নাটকের সান্নিধ্যে আসে। রবীন্দ্রনাথের লেখা রক্তকরবীর (যেটির এবার ১০০ তম বছর) নন্দিনী হয়ে ১৮ই জুলাই ১৯৪২ এ পোল্যান্ডের ওয়ারশ শহরে ইয়ানুস কোরচাক ‘ডাকঘরের'(পোচতা) হাত ধরে হিটলারের বন্দিশালার অনাথ ‘অমল’ শিশুদের মুক্তির যে পথ দেখিয়েছিলেন, মৃত্যুও সেই পথের বাঁধা হতে পারিনি। আমরাও এই অস্থির সময়ে ‘ডাকঘরের’ সান্নিধ্য চেয়েছি, মুক্তি খুঁজছি এই নাট্যের প্রতিটি দৃশ্যে।
Venue: University Institute Hall
-
Premium @ ₹200
Stock:: 11 seats
-
General @ ₹100
Stock:: 93 seats
Premium₹200
General₹100